Cronos কোম্পানি কি ?
Cronos কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি , কোম্পানিতে প্রথম নাম ছিল ক্রিপ্ত ডট কম এবং পরবর্তীতে সেটিকে আপডেট করা হয় Cronos নামে এবং বর্তমান সময়ে এটিকে সংক্ষেপে সিআরও বলা হয়ে থাকে । ২০১৬ সালে ক্রিপ্টো ডটকম মার্কেট প্লেসে আসে এবং এই কোম্পানির প্রতিষ্ঠাতার নাম ক্রিস মার্চজালিক । কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি মার্কেটে আসার পর থেকে কোম্পানিটি ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করতে সফল হয়েছে এবং তাদের ধারণা প্রায় ৫০ মিলিয়নেরও বেশি ইউজার তাদের রয়েছে । ক্রিপ্টো ডট কম এই কোম্পানি নিজেই ক্রিপ্টো কারেন্সি রিলেটিভ মাস্টার কার্ড এবং ভিসা কার্ড নিয়ে এসেছে সর্বপ্রথম বিশ্ব বাজারে যেগুলোর মাধ্যমে আপনি অনলাইনের যাবতীয় সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন । এই মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে আপনাকে বিভিন্ন ক্রিপটো কারেন্সি দিয়ে লেনদেন করতে পারবেন । অর্থাৎ এই মাস্টার কার্ড , ভিসা কার্ড গুলো দিয়ে শুধুমাত্র ক্রিপ্টো কারেন্সি রিলেটিভ লেনদেন করতে পারবেন । এটা একটি ভাল দিক বলা যেতে পারে । আমরা যদি এখন সারা বিশ্বের এক্সচেঞ্জ তালিকা পরিলক্ষিত করি তাহলে র্যাংকিং ১৫ নম্বর অবস্থানে আমরা Cronos কোম্পানির দেখা পাব । তবে তাদের জনপ্রিয়তা দেখে বোঝা যায় খুব শীঘ্রই এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা টপ টেনের মধ্যে চলে আসতে পারবে । Cro কয়েনের বর্তমান মার্কেট মূল্য 0.12$ । তবে এটার মান ভবিষ্যতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । ( crypto.com login )
Cronos এর সিআরও এর ব্যবহার বিধি ও পরিকল্পনা
আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানিনা এই Cronos অথবা সিআরও প্রায় দুই বিলিয়নেরও বেশি লেনদেন এবং প্রায় ৪০০ টিরও বেশি স্মার্ট contact তৈরিতে সাহায্য করেছে । এছাড়াও আরো একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরি সেটি হলো এই কয়েনের যে ইকো সিস্টেম তা Cronos এবং ইথেরিয়াম এর মধ্যে একটি নিরাপদ ক্রয় বিক্রয় করে থাকে । এখন এই সাইডে অনেকেই হয়তো নতুন থাকতে পারেন তাদের কাছে একটি প্রশ্ন জাগতে পারে আর সেটি হল ইথেরিয়াম আবার কি ? আমরা হয়তো অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু না কিছু জানি আর এই ইথেরিয়াম হল ক্রিপ্টোকারেন্সির মতো ঠিক তেমনি ইথেরিয়াম ও এক ধরনের ক্রিপ্টোকারেন্সি । ইথিয়ামের মার্কেটপ্লেস শেয়ার বাজারের মতো কাজ করে এবং ধীরে ধীরে এর কয়েনের দাম দিন দিন বেড়েই চলেছে যার কারণে বিভিন্ন ইনভেস্টমেন্টরা এখানে ইনভেস্ট করতে অগ্রসর হয়েছেন । তো যাই হোক এবার আমরা জানবো সিআরও কয়েনের ভবিষ্যৎ পরিকল্পনা , তারা কিভাবে নিজেদেরকে ভবিষ্যতে সকলের মাঝে হাইলাইট করতে চাচ্ছে । সিআরও কয়েনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি তারা তাদের কোম্পানিটিকে ইন ফিউচারে বিশ্বব্যাপী ২ এবং ৩ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী প্রকাশ করেছে । এছাড়াও Cronos কোম্পানিটির একটি আরো অন্যতম ভালো দিক হলো ইন্টারন্যাশনাল সব খেলাধুলায় তারা স্পন্সর করে যাচ্ছে । তাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আরও একটি অন্যতম প্লান হল তারা তাদের অ্যাপসটিকে আরো বেশি ডেভেলপ করতে চায় যাতে করে তাদের এপসটিকে একটি ডিসেন্টালাইজ অ্যাপস হিসেবে সবার মাঝে রিপ্রেজেন্ট করা । এছাড়াও তারা মাস্টার কার্ড এবং পেওনিয়ার কার্ড এর পরিবর্তে তাদের যে নিজস্ব কার্ড দিয়েছে মানুষের কাছে দিন দিন সেটির ব্যবহার সহজ থেকে সহজতর হতে পারলেই নিজেদেরকে এক অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারবে Cronos কোম্পানিটি । যদি সহজ ভাবে বলতে হয় তাহলে বলা যায় সিআরও কয়েনটি একটি এক্সচেঞ্জ সাইডের টোকেন । আপনাদের মাথায় কিন্তু একটি প্রশ্ন ঘোরপাক খেতেই পারে আর সেটি হল Cronos কোম্পানিটির যে সিআরও কয়েন রয়েছে সেটির ভেলু ভবিষ্যৎ প্রজন্মে কেমন হতে পারে ? ২০২১ সালের দিকে আমরা দেখতে পেয়েছিলাম সিআরও প্রতিটি কয়েনের মূল্য দাঁড়িয়েছিল প্রায় এক ডলারের মত । এখন যেহেতু কয়েনটি সকলের মাঝে দিন দিন ব্যাপক পরিমাণে পরিচিতি লাভ করে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে বলা যেতে পারে এই কয়েনটির ভবিষ্যতে ভেলো হতে পারে 10$ বা তারও বেশি । ( crypto.com exchange )
এখানে বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনা কতটুকু ?
Cronos যেহেতু একটি ক্রিপ্টোকারেন্সি সাইড সেও তো বলা যেতে পারে এখানে লাভ লস সম্পূর্ণই নির্ভর করবে আপনার ভাগ্যের উপর । যেহেতু এটি একটি শেয়ার বাজারের মতো কাজ করে থাকে সেহেতু এখানে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না । উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরেন আপনার কাছে ১০০০ টোকেন রয়েছে বর্তমান বাজার দামে যেগুলোর মূল্য দাঁড়ায় 1,000×0.12 = 120$ বাংলা টাকায় যেটার পরিমাণ 12,000 টাকা । আবার এই সিআরও কয়েন এর দাম কালকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হয়ে যেতে পারে তখন মূল্য হিসাব দাঁড়ায় 1000×10=10,000$ বা ১০ লক্ষ টাকা । আবার 0.12 ডলার থেকে আরো নিচেও নামতে পারে সেটা নির্দিষ্ট করে বলা খুবই কঠিন । এক কথায় বলতে গেলে আপনি যে দামে কয়েন গুলো কিনে রেখেছেন তার থেকে যদি দাম বৃদ্ধি পায় তাহলে আপনার ব্যবসায় লাভ হবে এবং দাম হ্রাস পেলে আপনারও লস হবে এটা আপনাকে আগেই ভেবে চিন্তে রাখতে হবে । টোটালি এই বিষয়টি আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম তারপরও যদি আপনার Crypto বাজারে ব্যবসা করার উদ্যোগ থেকে থাকে তাহলে আপনি নিজে থেকে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করে নিন ।
0 মন্তব্যসমূহ